Wellcome to National Portal
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। ** সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। ** জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে। 


Title
বেসরকারি লাইব্রেরি ‘মনোয়ারা গণপাঠাগার' পরিদর্শন
Details

জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জের কর্মপরিকল্পনা মাফিক এবং গ্রন্থাগার কার্যাবলীর নিয়মিত কাজের অংশ হিসেবে অদ্য ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রোজ- শনিবার, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর  জুনিয়র লাইব্রেরিয়ান জনাব হালেমা বেগম  সিংগাইর উপজেলাস্থ ‘মনোয়ারা গণপাঠাগার' পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অত্র লাইব্রেরির প্রতিনিধি ইঞ্জিঃ মোঃ শাহাদত  হোসেন এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর ডাটা এন্ট্রি অপারেটর জনাব আতাহার হোসেন শিবলী। এ সময় জুনিয়র লাইব্রেরিয়ান মনোয়ারা গণপাঠাগার' এর পরিবেশ, গ্রন্থাগার ও পাঠক সেবার মান, পাঠ্য সামগ্রী, পাঠচক্র, পাঠক বৃদ্ধিসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

Image
Images
Attachments
Publish Date
28/09/2024
Archieve Date
28/09/2025