অদ্য ১৩ এপ্রিল, ২০২৫ খ্রিঃ রোজ- রবিবার "বাংলা নববর্ষ ১৪৩২" উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ কর্তৃক আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব শেখ রুবেল, লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক), জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে উজ্জীবিত ও প্রাণবন্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জস্থ কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ, সম্মানিত পাঠকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব হালেমা বেগম, জুনিয়র লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ । আলোচনা সভার পরবর্তী পর্বে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মানিকগঞ্জস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS