যথাযোগ্য মর্যাদায় আজ ০৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মানিকগঞ্জ জেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। 'মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার' - এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধি, ভ্রাম্যমাণ লাইব্রেরি মানিকগঞ্জ ইউনিটের লাইব্রেরি কর্মকর্তাসহ পুরস্কার বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও গ্রন্থাগারের পাঠক প্রতিনিধি।
আলোচকরা গ্রন্থাগারের প্রয়োজনীয়তা ও ঘরে ঘরে গ্রন্থাগার সেবাকে ছড়িয়ে দেবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ আয়োজনের মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর লাইব্রেরিয়ান জনাব রাফিয়া সুলতানা। এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের সকল কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস