Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। অফিসের সময়সূচি : সকাল ৯:০০ হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। ** সাপ্তাহিক ছুটি : বৃহস্পতিবার ও শুক্রবার। তাছাড়া সরকার ঘোষিত অন্যান্য ছুটির দিন গণগ্রন্থাগার বন্ধ থাকে। ** জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ জ্ঞান-মনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশা পূরণে বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করছে। 


শিরোনাম
মানিকগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপিত
বিস্তারিত

যথাযোগ্য মর্যাদায় আজ ০৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মানিকগঞ্জ জেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। 'মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার' - এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধি, ভ্রাম্যমাণ লাইব্রেরি মানিকগঞ্জ ইউনিটের লাইব্রেরি কর্মকর্তাসহ পুরস্কার বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও গ্রন্থাগারের পাঠক প্রতিনিধি।  

 

আলোচকরা গ্রন্থাগারের প্রয়োজনীয়তা ও ঘরে ঘরে গ্রন্থাগার সেবাকে ছড়িয়ে দেবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ আয়োজনের মানিকগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এর লাইব্রেরিয়ান জনাব রাফিয়া সুলতানা। এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের সকল কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/02/2021
আর্কাইভ তারিখ
31/05/2021