আজ ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। প্রতিবারের ন্যায় এ বছরেও সারাদেশে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হচ্ছে। তারই অংশ হিসেবে “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ কর্তৃক এক আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়্। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ। এছাড়া্ও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পাঠকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। । অনুষ্ঠানের শুরুতে সভাপতি এবং অতিথিবৃন্দ “জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫” এর শুভ উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। অতঃপর সকলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং “জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫” উপলক্ষে আয়োজিত বইপাঠ, রচনা , চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীরা সভাপতি ও অতিথিবৃন্দের নিকট হতে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস