অদ্য ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ রোজ- মঙ্গলবার "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫" উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ কর্তৃক একটি আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । জনাব শেখ রুবেল, লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক), জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হোসেন, উপমহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, মানিকগঞ্জ, জনাব মোঃ মিনার উদ্দীন, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, মানিকগঞ্জ, জনাব কে. এম, রাজিবুল হাসান, সহকারী পরিচালক, জেলা সঞ্চয় অফিস, মানিকগঞ্জ । অনুষ্ঠানে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ এঁর স্মৃতিচারণ করেন ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ এঁর সহোদর বীরমুক্তিযোদ্ধা জনাব খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে উজ্জীবিত ও প্রাণবন্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জস্থ কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ, সম্মানিত পাঠকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব হালেমা বেগম, জুনিয়র লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ । আলোচনা সভার পূর্বে "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫" উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় মানিকগঞ্জস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস