অদ্য ২৪ জুন, ২০২৫ খ্রিঃ রোজ- মঙ্গলবার "বাংলা নববর্ষ ১৪৩২" এবং " জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬ তম জন্মবার্ষিকী" উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের "পুরস্কার ও সনদ বিতরণ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নূর হোসেন, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ। সভাপতিত্ব করেন জনাব শেখ রুবেল, লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক), জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ। এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে উজ্জীবিত ও প্রাণবন্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জস্থ কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ, সম্মানিত পাঠকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব হালেমা বেগম, জুনিয়র লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস