লাইব্রেরির উন্নয়ন ও বর্তমান অবস্থা, পাাঠক চাহিদাসহ লাইব্রেরির সার্বিক বিষয়ে গণগ্রন্থাগারের পাঠকবর্গের সাথে জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জের একটি মতবিনিময় সভা আজ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ রোজ- বরিবার, সকাল ১১:০০ টায় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জের লাইব্রেরিয়ান ও দপ্তর প্রধান জনাব শেখ রুবেল মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জস্থ বিভিন্ন পর্যায়ের পাঠকবৃন্দ এবং গণগ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় উপস্থিত পাঠকবৃন্দ গণগ্রন্থাগারের উন্নয়নের লক্ষ্যে এবং পাঠকসেবার মান উন্নয়নে বিভিন্ন পরাশর্ম ও সুপারিশ প্রদান করেন। এছাড়া লাইব্রেরির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তারা যেকোন ধরনের সহযোগিতা করবেন বলেও ব্যক্ত করেন। সভাপতি তাঁর বক্তব্যে লাইব্রেরির উন্নয়ন, পাঠকসেবার মান বৃদ্ধি, পাঠ্য সামগ্রীর চাহিদাসহ নানাবিধ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস